News71.com
 International
 02 Oct 17, 11:44 AM
 222           
 0
 02 Oct 17, 11:44 AM

জঙ্গিনেতা হাফিজকে আমেরিকার ডার্লিং বলে বিপাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফ ।  

জঙ্গিনেতা হাফিজকে আমেরিকার ডার্লিং বলে বিপাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফ ।   

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গিনেতা হাফিজ সাঈদকে নিয়ে খোলামেল বক্তব্য দিয়ে বিপাকে পড়লেন পাকিস্তানের বিদেশমন্ত্রী । গত সপ্তাহে তিনি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেছেন, “এক সময় আমেরিকার ডার্লিং ছিলেন সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান কট্টর জঙ্গি হাফিজ সাইদ। মার্কিনদের সঙ্গেই হাফিজ মদ্যপান করতে ভালবাসতেন তিনি “। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফের এমন মন্তব্যে বেজায় চটে গিয়েছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদ। নিজ দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফের এমন মন্তব্যে তার মানহানি হয়েছে, এই অভিযোগে আসিফকে উকিলের চিঠি পাঠিয়েছেন জঙ্গিনেতা হাফিজ। মানহানির জন্য পাকিস্তানি এই মন্ত্রীর কাছে ১০ কোটি পাকিস্তানি রুপি দাবি করেছেন।


উল্লেখ্য গত মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ফোরামে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন,এ কথা স্বীকার করছি, হাফিজ সাইদ, হাক্কানি আর লস্কর-ই-তৈয়বা আমাদের বোঝা হয়ে উঠেছে। কিন্তু ওদের হাত থেকে রেহাই পাওয়ার পর্য়াপ্ত রসদ আমাদের হাতে নেই। ’’এরপরেই তিনি আরও বলেন, ২০ থেকে ৩০ বছর আগে এই হাফিজ সাইদই আমেরিকার সঙ্গে চলাফেরা করতেন। মার্কিনদের সঙ্গে মদ্যপান করতেন, ডিনার করতেন। তখন তো আমেরিকার সঙ্গে খুবই দহরম মহরম ছিল হাফিজের।আর এতেই তার মানহানি হয়েছে বলে অভিযোগ হাফিজের আইনজীবী এ কে ডোগারের। আইনজীবী ডোগার বলেছেন, ‘‘সাইদ একজন ধর্মপ্রাণ মুসলিম। নীতিনিষ্ঠ হিসেবেই তিনি সর্বত্র মর্যাদা পান। হাফিজ কখনওই হোয়াইট হাউসের ঘনিষ্ঠ ছিলেন না। মার্কিনদের সঙ্গেও তিনি কোনও দিন চলাফেরা করতেন না। কখনও করতেন না মদ্যপান । পাকিস্তানের বিদেশমন্ত্রী হাফিজ সাইদের নামে এ কথা বলেছেন জেনে আমি মর্মাহত। এটা কুরুচিকর মন্তব্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন