News71.com
 International
 27 Sep 17, 05:38 AM
 142           
 0
 27 Sep 17, 05:38 AM

শিকলে বেঁধে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয় লাদেনকে ।। সিআইএ কর্তা    

শিকলে বেঁধে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয় লাদেনকে ।। সিআইএ কর্তা      

আন্তর্জাতিক ডেস্কঃআল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর তিন বছর পর তাকে নিয়ে প্রকাশিত একটি বইকে ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে। মৃত লাদেনকে কি ৩০০ পাউন্ড ভারী লোহার চেনে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের মাঝখানে? এই প্রশ্নেই এখন উত্তাল গোটা বিশ্ব।প্রাক্তন সিআইএ প্রধান লিওন পানেট্টা জানিয়েছেন, ২০১১ সালের ২ মে লাদেনকে গুলি করে মারার পর মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির দেহ মার্কিন বিমানে করে নিয়ে যাওয়া হয় সমুদ্রের উপর। তারপর কালো ব্যাগে তার দেহ পুরে চেইন বাঁধা অবস্থায় ফেলে আসা হয় মাঝ সমুদ্রে। আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এমন ঘটনা ঘটেনি বলেই পাল্টা দাবি করেছে মার্কিন সেনাবাহিনী

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন