News71.com
 International
 23 Sep 17, 11:21 AM
 144           
 0
 23 Sep 17, 11:21 AM

ছ'ইঞ্জিনের বিশাল আকৃতির বিমানের সফল উড্ডয়ন।।  

ছ'ইঞ্জিনের বিশাল আকৃতির বিমানের সফল উড্ডয়ন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ছ’টি ইঞ্জিনসহ আকাশে উড়ল বিশ্বের অন্যতম বড় বিমান। এই বিমানটির নাম স্টারটুলঞ্চ। এই বিমানটির ভিতরের আয়তন একটি ফুটবল মাঠের মত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ৩৮৫ফিট লম্বা এই এয়ারক্রাফটটির ওজন প্রায় ৪০০০ কেজি। এই প্রথমবার এত বড় এয়ারক্রাফট আকাশে উড়ল। প্র্যাট এবং হুইটনি টার্বোফ্যান ইঞ্জিনসহ আকাশে সফলভাবে উড়েছে এই এয়ারক্রাফটটি। মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনের এমনই একটি বড় বিমান আকাশে ওড়ানোর প্রথম চিন্তাভাবনা করেছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই এয়ারক্রাফটটি প্রায় ১.৩মিলিয়ন পাউন্ড ওজন বহন করতে সক্ষম। স্যাটেলাইটের পরিবর্তে এই এয়ারপ্লেনটি ড্রিম চেসার স্পেসশিপ লঞ্চ করতে পারে বলে জানা গেছে। পৃথিবীর কক্ষপথের কাছ থেকে মহাকাশচারীদের নিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসতে সক্ষম এই এয়ারপ্লেনটি৷এটির চাকার সংখ্যা প্রায় ২৮টি৷ স্পেসে পাঠানোর আগে আকাশে এই প্লেনটি উড়িয়ে প্রথমে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন