News71.com
 International
 23 Sep 17, 11:38 AM
 169           
 0
 23 Sep 17, 11:38 AM

আরও একটি অত্যাধুনিক পারমাণবিক আইসব্রেকার উদ্বোধন করল রাশিয়া।।

আরও একটি অত্যাধুনিক পারমাণবিক আইসব্রেকার উদ্বোধন করল রাশিয়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার বানিজ্য দখল করতে মরিয়া রাশিয়া। কোন প্রতিকুলতা যাতে তাদের অগ্রযাত্রাকে থামাতে না পারে তার জন্য অতি তৎপর দেশটি । আর এ কাজে গতকাল আরও একটি শক্ত কদম উঠালো দেশটি । পারমাণবিক শক্তিতে চালিত নতুন একটি আইসব্রেকারের শুভ সূচনা করল মস্কো। নাম সিবেরিয়া । অত্যাধুনিক এই যান উদ্বোধনের সময়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে,এশিয়ার মার্কেটে বিশেষ করে শক্তি সম্পদ পৌঁছে দিতেই কাজে লাগানো হবে এই পারমাণবিক আইসব্রেকার।

জানা গেছে,১৭৩ মিটার দীর্ঘ আইসব্রেকারটিতে রয়েছে দুটি পারমাণবিক রিয়্যাক্টর। অনায়াসেই তিন মিটার পুরু বরফ ভাঙতে সক্ষম যানটি ৬০ মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম ও এতে সওয়ার করতে পারবে ৫৩ জন। সেন্ট পিটাসবার্গ বাল্টিক সিপইয়ার্ড থেকে গতকাল শুক্রবার এই আইসব্রেকার উদ্বোধন করা হয়। এই আইসব্রেকার তৈরির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ভাইচেস্লেভ রুকসা জানিয়েছেন,এই মাধ্যমে উত্তর গোলার্ধে পারমাণবিক শক্তি ব্যবহারে তাদের নেতৃত্ব কায়েম করতে সক্ষম হবে রাশিয়া।

তবে এই প্রথম নয়,রাশিয়ার কাছে রয়েছে আরও এক আইসব্রেকার। যার নাম আর্কতিকা। যেটি জলে নামতে চলেছে আগামী ২০১৯ ও সিবির জলে নামতে চলেছে ২০২০। শীতের মৌশুমে উত্তর গোলার্ধে জমে যাওয়া পুরু বরফের আস্তরণ সরিয়ে দাপটের সাথে এগিয়ে যাবে এই যান । রাশিয়ার বিশ্বাস এশিয়াসহ অন্যান্য অংশে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এই আইসব্রেকার গুলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন