আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবার লন্ডনে বন্ধ হচ্ছে। প্রতিবেদনে আজ শুক্রবার জানানো হয়,উবারের লাইসেন্স যে আর নবায়ন করা হবে না,তা তাদের জানিয়ে দিয়েছে লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি। এই নিয়ন্ত্রক সংস্থা বলছে,উবারের করপোরেট দায়িত্বশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে,যা নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
সুত্রের খবরে বলা হয়,লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ চলতি মাসের শেষেই তামাদি হয়ে যাবে। তবে উবার কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট অথরিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে এবং তার নিষ্পত্তির আগ পর্যন্ত লন্ডনে উবারের ট্যাক্সি সেবায় বাধা নেই। লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ।