News71.com
 International
 21 Sep 17, 10:32 AM
 143           
 0
 21 Sep 17, 10:32 AM

মেক্সিকোতে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৮, গুরুতর জখম হয়ে হাসপাতালে ৫০০।।

মেক্সিকোতে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৮, গুরুতর জখম হয়ে হাসপাতালে ৫০০।।

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে বিধ্বংসী ভূমিকম্পের ২৪ ঘণ্টা পারও লাগাতার বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। ভূমিকম্পে অন্তত ২৪৮ জন মৃত্যু হয়েছে সরকারি ভাবে জানানো হয়েছে। তবে,মৃত্যুর সংখ্যা আরও আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ৫০০ জনের বেশি গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভূমিকম্পে মেক্সিকো সিটির দক্ষিণের একটি স্কুলবাড়ি ধসে পড়ে নতুন করে ১০ পড়ুয়া ও এক শিক্ষক প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকালই ২১ শিশুসহ ২৬ জন নিহত হন। উদ্ধার কাজে নিয়োজিত মেক্সিকো নৌবাহিনীর এক কর্মকর্তা জানান,জরুরি ভিত্তিতে চলছে উদ্ধার কাজ।

তিনি আরও জানান,স্কুলের ভেতর থেকে এখনও পর্যন্ত ১১ শিশুকে উদ্ধার করা হলেও ৩০ থেকে ৪০ জন আটকা পড়ে রয়েছে। প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতো ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন। ভূমিকম্পপ্রবণ মেক্সিকো সিটিতে ৩২ বছর আগে ১৯৮৫ সালে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে কমপক্ষে ১০ হাজার লোক নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন