আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর অনেক দেশের মানুষ যখন মশার আতঙ্কে ভুগছেন,তখন এমন ভয়ানক ঘটনা ঘটিয়ে দিলেন পাকিস্তানের ২৫ বছর বয়সী এক যুবক! পেশোয়ারের হায়তাবাদ মেডিক্যাল কমপ্লেক্সে ব্যাগভর্তি মশা নিয়ে ধরা পড়েছেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর হাসপাতালের স্টাফরা ওই যুবককে আটক করে। ওই মশাগুলো প্রাণঘাতী রোগের জীবানু বহন করছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাদ আকবর।
সুত্র জানিয়েছে,সাইফুল্লাহ নামের ওই যুবক পেশাপাহারা নামক কাছের মফস্বঃল শহরের বাসিন্দা। সে হাসপাতালে ব্যাগ নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তার পথরোধ করেছিল। তখন সে নিরাপত্তাকর্মীদের বলে,তার ব্যাগে অনেক পরিমাণ মশা আছে এবং এই মশাগুলো মারাত্মক কিনা সেটা পরীক্ষা করাতে হাসপাতালে এসেছে। কিন্তু তার কথায় সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের।
সাইফুল্লাহকে তখন জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে নেওয়া হয়। তার ব্যাগটি বাজেয়াপ্ত করা হয়। হাসপাতালের পরিচালকের ভাষ্যমতে,জেরার মুখে সাইফুল্লাহ স্বীকার করে যে, তার গ্রামে কেউ একজন তাকে এই ভাইরাসবাহী মশা শহরে সরবরাহ করতে বলেছিলেন। যাতে সরকার ও শহরের লোকজন মশার অত্যাচার সম্পর্কে ধারণা পায়! সম্প্রতি খাইবার পখতুন প্রদেশে প্রচণ্ড মশার বিস্তার ঘটেছে।
ডেঙ্গুর মত মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছে। মশা দমনে প্রাদেশিক সরকার 'হেলথ ইমারজেন্সি ইন দ্য প্রভিন্স' নামে একটি প্রকল্পও চালু করেছে। তবু এই ক্ষুদ্র প্রাণীটিকে দমন করতে বেগ পেতে হচ্ছে প্রদেশটির হর্তাকর্তাদের। এই বিষয়টি নজরে আনতেই হয়তো সাইফুল্লাহ কারও প্ররোচনায় এমন কাণ্ড ঘটিয়ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় নিরাপত্তাকর্মীরা।