News71.com
 International
 19 Sep 17, 02:22 AM
 161           
 0
 19 Sep 17, 02:22 AM

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর গ্রেফতার।।  

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর গ্রেফতার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ফোন করে মোটা অঙ্কের টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নাগপাদা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়,মুম্বাইয়ের একটি নামকরা প্রমোটরকে ফোনে টাকা চেয়ে হুমকি দেন ইকবাল। এমনকি টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।

সেই প্রমোটরের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ইকবালকে গ্রেফতার করা হয়। পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন মুম্বাই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা। ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আসেন ইকবাল কাসকর। তারপর থেকেই মুম্বাইতে তোলাবাজির ডেরা চালাতেন তিনি। একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এমনকি সরকারের জমিতে বেআইনিভাবে বিল্ডিং তৈরি করারও অভিযোগ রয়েছে ইকবাল কাসকরের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন