News71.com
 International
 18 Sep 17, 07:50 AM
 152           
 0
 18 Sep 17, 07:50 AM

নাইজেরিয়ায় দুইটি আত্মঘাতী বিস্ফোরণ,নিহত ১৫।।

নাইজেরিয়ায় দুইটি আত্মঘাতী বিস্ফোরণ,নিহত ১৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দুইটি আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আজ সোমবার এক উদ্ধার কর্মী এ কথা জানিয়েছে। তিনি বলেন,দেশটির কুনদুগার কাছাকাছি মাশালারি গ্রামে গ্রিনিচ মান সময় ১০টা ১০ মিনিটে ওই দুই বোমা হামলায় আহত হয় ৪৩ জন।

একটি দাতব্য সংস্থার ত্রাণ বিতরণের সময় এই হামলার ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের ১২ মিনিট পরে আরেকটি বিস্ফোরণ ঘটে,তবে সেসময় শুধু ওই হামলাকারী নিহত হয়। উদ্ধারকর্মী জানিয়েছেন,দুই আত্মঘাতী হামলাকারীই নারী ছিল। তবে কোন দাতব্য সংস্থা ত্রাণ দিচ্ছিল সেটা বলেননি ওই উদ্ধারকর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন