আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর শীর্ষস্থানীয় পদে বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেওয়ার সংখ্যা বাড়িয়েছে। আইএসআইয়ের মহাপরিচালক বা ডিজি'র পদে আগে একজন বেসামরিক কর্মকর্তা নিয়োগ করা হতো। চলতি মাসের ১৫ তারিখে এ সংখ্যা বাড়িয়ে ৪ করার প্রস্তাব অনুমোদন করেছেন পাক প্রধানমন্ত্রী শহীদ খান আব্বাসি। এ পদটি পাক সেনাবাহিনীর মেজর জেনারেলের সমতুল্য।
এ ছাড়া,আইএসআইয়ে উপমহাপরিচালক বা ডিডিজির পদ ৮ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে। নতুন পদগুলোতে বেসামরিক কর্মকর্তাদের ডিডিজি হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাকিস্তানের ভেতরে ও বাইরে স্বার্থরক্ষার জন্য ১৯৫০ সালে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয় আইএসআইকে। সোভিয়েত-আফগান যুদ্ধের সময়ে এ গোয়েন্দা সংস্থাকে জোরদার এবং পুনর্গঠন করা হয়েছিল। সে সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা সার্ভিস বা ডিআইএস এর ক্যাডার সদস্যদের জন্য হাতেগোনা কয়েকটি বেসামরিক পদও সৃষ্টি করা হয়েছিল।
অবশ্য,একটি মাত্র ডিজির পদ থাকায় এ সংস্থায় পদোন্নতির গতি ছিল খুবই ধীর। ডিজি এবং ডিডিজি মিলিয়ে নতুন ১০ পদ সৃষ্টি করায় পদোন্নতিতে গতি সৃষ্টি হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএসআই কর্মকর্তা মনে করছেন। তিনি বলেন,বিশেষ করে কঠিন এলাকায় কর্মরত ডিআইএসের তরুণ কর্মকর্তাদের পদোন্নতি তুলনামূলক ভাবে দ্রুততর হবে।