News71.com
 International
 17 Sep 17, 01:39 AM
 181           
 0
 17 Sep 17, 01:39 AM

আগাম নির্বাচন দেবেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।।  

আগাম নির্বাচন দেবেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী মাসেই আগাম নির্বাচন দেয়ার বিষয়টি বিবেচনা করছেন। খবরে বলা হয়,উত্তর কোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে প্রায় তলানিতে ঠেকে যাওয়া অ্যাবের জনপ্রিয়তা পুনরায় বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আগামী ২২ কিংবা ২৯ অক্টোবর আগাম নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ও দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে এ কথা বলা হয়। তবে তারা নির্বাচন আয়োজনের সময়সীমা ডিসেম্বর হতে পারে বলেও জানায়। এদিকে,আগাম নির্বাচনের খবর নিশ্চিত করতে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি। উল্লেখ্য,প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবের জনপ্রিয়তা জুলাই মাসে সর্বনিম্নে অবস্থান করছিল। কিন্তু উত্তরকোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিশ্ব উত্তেজনার প্রেক্ষাপটে তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বর্তমানে তার জনপ্রিয়তা ৪০ শতাংশে অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন