News71.com
 International
 17 Sep 17, 11:05 AM
 178           
 0
 17 Sep 17, 11:05 AM

জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যাবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।।  

জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যাবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। এদিকে মোদি কী কারণে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে যাচ্ছেন না তা স্পষ্ট নয়। আগামী ১৯ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন।

এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজ বৈঠক করবেন বলে জানা গেছে। বাংলাদেশি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নজরুল ইসলাম এ তথ্য জানান। তবে ভারতের কোনো কর্মকর্তা এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেননি। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন শেখ হাসিনা ও সুষমা। উল্লেখ্য,এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার ঘোষণা দেন মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন