
আন্তর্জাতিক ডেস্কঃ আবু ইসমাইলের মৃত্যুর পর কাশ্মিরে জঙ্গি নেটওয়ার্ককে সক্রিয় রাখতে নতুন কমান্ডার নিয়োগ করল লস্কর-ই-তৈয়বা। গোয়েন্দা সূত্রে খবর,নতুন কমান্ডার হিসাবে নাম উঠে এসেছে জিনাত-উল-ইসলাম ওরফে আলকামার। এই প্রথম কাশ্মিরের ভূমিপুত্রকে কমান্ডার নিয়োগ করল লস্কর। গত ১০ জুলাই অমরনাথ হামলার মাস্টারমাইন্ড আবু ইসমাইল সেনার হাতে নিহত হওয়ার পরই জিনাতের নাম উঠে আসে। দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানের সুগান জানিপুরার ছেলে জিনাত। বয়স ২৮। স্থানীয় কলেজ থেকে কলা বিভাগে স্নাতক জিনাত বিস্ফোরক তৈরিতে যথেষ্ট দক্ষ।
আল-বদর জঙ্গিগোষ্ঠীর সদস্য হওয়ার কারণে ২০০৮ সালে প্রথম গ্রেফতার হয়। শুধু আল-বদর-ই নয়,অন্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগসাজশ এবং তাদের সহযোগিতা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০১১ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জিনাত।
২০১৫ সালে লস্করে যোগ দেয় সে। কাশ্মিরে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল সে। এ বছরের ফেব্রুয়ারিতে সোপিয়ানে সেনা কনভয়ের উপর হামলা চালানোর মূল হোতা এই জিনাত। সেই ঘটনায় তিন জওয়ানসহ চার জনের মৃত্যু হয়। কাশ্মিরে সেনার মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় যে পাঁচ জন জঙ্গির নাম রয়েছে জিনাত তাদের মধ্যে একজন। এ বছরে এখনও পর্যন্ত যে চার শীর্ষ লস্কর জঙ্গিদের খতম করেছে সেনা তারা হল বশির লস্করি,জুনেইদ মাট্টু,আবু দুজানা এবং আবু ইসমাইল।