
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের একটি আদিবাসী এলাকায় সন্দেহভাজন মার্কিন ড্রোন হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আফগান তালেবানের একটি সূত্র জানিয়েছে,হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়েছিল। পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার এই খবর সত্য হলে এটি হবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর পাকিস্তানের অভ্যন্তরে প্রথম এ ধরনের হামলা। এর আগে আফগানিস্তানের তালেবানসহ অন্য জঙ্গিদের বিরুদ্ধে নতুন কৌশলের রূপরেখা চূড়ান্ত করেছিলেন তিনি। আফগান তালেবানের সঙ্গে সম্পৃক্ত পাকিস্তানভিত্তিক হাক্কানি জঙ্গিগোষ্ঠী দমনে ইসলামাবাদকেও চাপ দিয়েছিলেন ট্রাম্প।
আফগান সীমান্তের নিকটবর্তী স্থানে ড্রোন হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদিবাসী এলাকার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন বসির খান ওয়াজির। ওই অঞ্চলে মৌলভি মুহিবের বাসায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তিনজন নিহত হয় বলে জানান তিনি। কাবুলে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর এক মুখপাত্র তাত্ক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি। তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক তালেবান সূত্রগুলো জানিয়েছে,মুহিবের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের সম্পৃক্ততা ছিল।