News71.com
 International
 16 Sep 17, 08:37 AM
 175           
 0
 16 Sep 17, 08:37 AM

এবার হারিকেন নর্মা এগোচ্ছে ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দিকে।।  

এবার হারিকেন নর্মা এগোচ্ছে ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দিকে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পরপর হারিকেনের কবল থেকে মুক্তি মিলছে না উত্তর আমেরিকা মহাদেশকে। হারিকেন হার্ভির ধাক্কা কাটার আগেই আরও বড় হারিকেন ইরমা তছনছ করে দেয় আমেরিকাকে। এবার হারিকেন নর্মা ঘণ্টায় ১২১ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দিকে। প্রথমে ক্রান্তীয় ঝড় হিসেবে জন্ম নিলেও ক্রমে তা ক্যাটাগরি ওয়ান হারিকেনে রূপান্তরিত হয়েছে। একথা জানিয়েছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার বা এনএইচসি। আগামী কয়েক দিনের মধ্যে নর্মা আরও শক্তি বাড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এনএইচসি।

মেক্সিকোর দক্ষিণে কার্বো সান লুকাস ছাড়িয়ে তা এগোচ্ছে উত্তর-পশ্চিমে বাজা ক্যালিফোর্নিয়ার দিকে। আগামী সোমবারই অন্যতম এই পর্যটনকেন্দ্রে তা আছড়ে পড়তে পারে। তারপর তা দুর্বল হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে গত বৃহস্পতিবারই মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আছড়ে পড়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ম্যাক্স। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। তার পরই হারিকেন নর্মার দাপটে নাজেহাল মেক্সিকো। উপকূলবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন