News71.com
 International
 16 Sep 17, 08:34 AM
 173           
 0
 16 Sep 17, 08:34 AM

পুড়ে ছাই হয়ে গেল বলিউডের প্রয়াত অভিনেতা রাজ কাপুরের ‘আর কে স্টুডিও।।

পুড়ে ছাই হয়ে গেল বলিউডের প্রয়াত অভিনেতা রাজ কাপুরের ‘আর কে স্টুডিও।।

আন্তর্জাতিক ডেস্কঃ বলিউডের প্রয়াত অভিনেতা রাজ কাপুরের ‘আর কে স্টুডিওতে'আজ শনিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শিদের বরাতে সুত্র জানায়, দাউদাউ করে আগুন জ্বলে চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল সব। রাজ কাপুর ১৯৪৮ সালে মুম্বাইয়ের চেম্বুরে এই ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন। আজ বেলা ২টা ২২ মিনিটে আর কে স্টুডিওর ১ নম্বর হলে আগুনের সূত্রপাত হয়।

ধারণা করা হচ্ছে,এই স্টুডিওর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে বর্তমানে ছয়টি অগ্নিনির্বাপণ যন্ত্র ও পাঁচটি পানির ট্যাংকার ব্যবহার করা হচ্ছে। এদিকে ঋষি কাপুর,রণবীর কাপুর,রাজীব কাপুরসহ কাপুর পরিবারের অনেকে আগুন লাগার খবর পেলে সেখানে ছুটে যান। এই স্টুডিওটি তাঁদের কাছে পৈতৃক সম্পত্তির মতোই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটির দেখভালের দায়িত্বে আছেন রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন