News71.com
 International
 16 Sep 17, 12:16 PM
 184           
 0
 16 Sep 17, 12:16 PM

ভারতে মরণ খেলা ব্লু হোয়েল পুরোপুরি বন্ধ করতে কলকাতা হাইকোর্টের নির্দেশ।।  

ভারতে মরণ খেলা ব্লু হোয়েল পুরোপুরি বন্ধ করতে কলকাতা হাইকোর্টের নির্দেশ।।   


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গেম ব্লু হোয়েল সংক্রান্ত সমস্ত লিংক বন্ধ করতে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল শুক্রবার কেন্দ্র সরকারকে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ব্লু হোয়েল সংক্রান্ত সকল লিংক বন্ধ করার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা ওইদিনই হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে কেন্দ্রকে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।

এর আগে গেম ‘ব্লু-হোয়েল’ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মামলাটি দায়ের করেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। গতকাল শুক্রবার,বিচারপতি নিশিথা মাত্রের এজলাসে এই জনস্বার্থ মামলাটির শুনানি হয়।

বিভাসবাবুর আবেদনে বলা হয়,এই মারণ গেম নিয়ে একটি তদন্ত হোক। কোথা থেকে,কারা এই সংক্রান্ত লিঙ্ক ছড়াচ্ছে তা খতিয়ে দেখে তদন্তের শেষে হাইকোর্টকে রিপোর্ট জমা দেওয়া হোক। কেন্দ্র এবং রাজ্য সরকার ও দুই সরকারের বেশ কয়েকটি বিভাগকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে যাতে আদালত বিষয়টি খতিয়ে দেখতে সরকারকে নির্দেশ দেয়।

কেন্দ্র ব্লু-হোয়েল গেমটিকে নিষিদ্ধ করা সত্ত্বেও গেমের লিঙ্ক কী করে মোবাইল-কম্পিউটারে ঘুরে বেড়াচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখতে আদালত যাতে কোনো নির্দেশ দেয় সেই আবেদন করা হয়েছিল। আইনজীবী বিভাস চট্টোপাধ্য়ায় তাঁর আবেদনে স্কুল শিক্ষা দফতরকেও যুক্ত করেছেন। বলা হয়,স্কুল শিক্ষা দফতর যাতে উদ্যোগ নিয়ে বিভিন্ন স্কুলে এই গেমের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে পড়ুয়াদের সতর্ক করে, সেই সংক্রান্ত নির্দেশ দিক হাইকোর্ট। এছাড়া এই গেমের জন্য কোনো ‘ডার্ক ওয়েভে’র ব্যবহার হচ্ছে কিনা সেটিও খুজে বের করার ব্যাপারে হাইকোর্ট যাতে ব্যবস্থা নেয়।

গতকাল শুক্রবার,বিচারপতি নিশিথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই মামলাটি শোনেন। আইনজীবী বিভাস চক্রবর্তী মোবাইল ও কম্পিউটার সিস্টেমে যে এখনও ব্লু হোয়েল মারণ গেম এর লিংক ঘোরাফেরা করছে ও তা খোলা যাচ্ছে,তা প্রমাণ করে দেন। যদিও কেন্দ্রীয় সরকার এই গেম নিষিদ্ধ করেছে ইতিমধ্যেই। তা সত্বেও কী করে এই লিংক খোলা যাচ্ছে ও খেলা যাচ্ছে,তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন