আন্তর্জাতিক ডেস্কঃ এবার থেকে অমুসলিম পুরুষকেও বিয়ে করতে পারবে তিউনিশিয়ার মুসলিম নারীরা। গত মাসেই দেশটির প্রেসিডেন্ট বেজি কাইদ ইসেবসি এ সংক্রান্ত আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিউনিশিয়ার ১৯৭৩ সালের বিবাহ আইন অনুযায়ী,অমুসলিম পুরুষ বিয়ে নিষিদ্ধ ছিল। বছরের পর বছর ধরে আইনটি বাতিলের জন্য আন্দোলন চলে আসছিল তিউনিশিয়ায়।
২০১৪ সালের সংবিধানে নারীদের স্বাধীনতা বিষয়টি বলা হয়েছে। সেটির প্রতি সম্মান জানাতে সম্প্রতি নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হয়। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জানায়,তিউনিশিয়ার সব নারীকে অভিনন্দন। এখন থেকে তারা জীবনসঙ্গী খোঁজে নেয়ার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা পাচ্ছে।