News71.com
 International
 14 Sep 17, 09:49 AM
 147           
 0
 14 Sep 17, 09:49 AM

রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত।।  

রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গাদের উপর চলমান সহিংসতা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল বুধবারের বৈঠকে একটি সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের মধ্যে নির্বিঘ্নে ত্রাণ কার্যক্রম চালানোর সুযোগ দিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি। ব্রিটেন ও সুইডেনের প্রস্তাবে গতকাল বুধবার বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। যদিও আশঙ্কা ছিল চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে বৈঠকে কোনো প্রস্তাব বা বিবৃতি দেয়া সম্ভব নাও হতে পারে। তবে শেষ পর্যন্ত চীন ও রাশিয়া মিয়ানমারে সহিংসতার নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে সায় দিয়েছে। এজন্য বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন,রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সহিংসতা ও সামরিক অভিযান বন্ধ করতে হবে। বেসামরিক লোকদের ওপর হামলা একেবারেই অগ্রহণযোগ্য। রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত নির্মূল চলছে বলেও জানান গুতেরেস। নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে জাতিসংঘের মহাসচিব সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন