News71.com
 International
 13 Sep 17, 07:09 AM
 185           
 0
 13 Sep 17, 07:09 AM

পাঁচ মাসের মিশনে মহাকাশ স্টেশনে পৌঁছাল রুশ-মার্কিন তিন নভোচারী।।  

পাঁচ মাসের মিশনে মহাকাশ স্টেশনে পৌঁছাল রুশ-মার্কিন তিন নভোচারী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পাঁচ মাসের মিশনে আজ বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে তিন নভোচারী। ওই নভোচারীদের একজন রুশ ও অপর দুজন মার্কিন। রাশিয়ার রসকসমস মহাকাশ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়,সয়ুজ এমএস০৬ মহাকাশযানটি গ্রিনিচ মান সময় ০২-৫৫ মিনিটে মহাকাশে সফলভাবে পৌঁছে।

রসকসমসের আলেকজান্দার মিসুরকিন ও যুক্তরাষ্ট্রের নাসা’র প্রথমবারের মতো মহাকাশচারী মার্ক ভেন্দে হেই ও জো আকাবাকে বহনকারী সয়ুজ রকেটটি স্থানীয় সময় ৩টা ১৭ মিনিটে যাত্রা করে। এই তিন নভোচারী আগে থেকেই আইএসএসে থাকা ইটালিয়ান পাওলো নেসপলি,রাশিয়ান সার্গেই রিয়াজনস্কি ও যুক্তরাষ্ট্রের র্যা ন্ডি ব্রেসনিকের সাথে মিলিত হচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন