News71.com
 International
 13 Sep 17, 12:32 PM
 169           
 0
 13 Sep 17, 12:32 PM

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সাবেক স্পিকার হালিমা ইয়াকুব।।  

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সাবেক স্পিকার হালিমা ইয়াকুব।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্পিকার ভারতীয় বংশোদভূত হালিমা ইয়াকুব। আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত হালিমা ইয়াকুব দেশটির নবম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতাসীন পিপল'স অ্যাকশন পার্টির নেতা দেশের অস্টম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হালিমা ইয়াকুবের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সালেহ মারিকান ও মো. ফরিদ খান। কিন্তু নির্বাচনের শর্ত পূরণ করতে না পারায় গত সোমবারে তাদের প্রার্থিতা বাতিল করে দেয়া হয়। ৬৩ বছর বয়সী হালিমা ইয়াকুব ইতিপুর্বে ৪৭ বছরের বেশি সময় ধরে মালয় প্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গত ২০১৩ সাল থেকে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন