News71.com
 International
 13 Sep 17, 11:54 AM
 181           
 0
 13 Sep 17, 11:54 AM

চীনে টাইফুন তালিমের কারণে নীল সতর্কতা জারি।।

চীনে টাইফুন তালিমের কারণে নীল সতর্কতা জারি।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র গতকাল মঙ্গলবার টাইফুন তালিমের কারণে দেশটিতে নীল সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস ধারণা করছে টাইফুনটি ক্রমে শক্তিশালী হয়ে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে এ অঞ্চলে এ বছরের ১৮তম টাইফুন তালিম তাইওয়ানের ইলান জেলা থেকে ১ হাজার ৪০ কিলো দূরত্বে উত্তর-পশ্চিম সাগরে অবস্থান করছিলো। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ৩৩ কিলোমিটার।

ঝড়টি ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে জিজিং ও ফুজিয়ান প্রদেশের উপকূলীয় এলাকার দিকে ধাবিত হচ্ছে। তালিম শক্তিশালী হয়ে ঘণ্টায় ৬০ মিটার গতিবেগে উপকূলীয় প্রদেশ জিজিয়াং ও ফুজিয়ান প্রদেশে আগামী বৃহস্পতিবার ও শুক্রবারের মাঝামাঝি সময়ে আঘাত হানতে পারে। একই সঙ্গে চীনের আবহাওয়া কেন্দ্র গতকাল মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলা থেকে ২০৫ কিলোমিটার দূরত্বে একটি নিম্নচাপের বিষয়ে সতর্ক করে বলেছে,এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন