
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল মঙ্গলবার দেশটির হাফার আল বাতেন সড়কের নারীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরব থেকে তাদের নিকটতম আত্মীয় জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন,কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালী গ্রামের সেলিম মিয়া (৩৮),চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (২৮) ।
নিহতদের আত্মীয় চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মাজহারুল ইসলাম জানান,৬ মাস আগে জীবিকার তাগিদে কামাল হোসেন ও মোহাম্মদ হোসেন সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে একই গ্রামের শরীফের সঙ্গে কাজ করছিলেন তারা। গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেটকারযোগে কর্মস্থল সৌদির দ্বীযানে যাচ্ছিলেন। পথিমধ্যে নারীয়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।