News71.com
 International
 20 Apr 16, 09:54 AM
 618           
 0
 20 Apr 16, 09:54 AM

ত্রিপুরায় ১৩ হাজার বোতল ফেনসিডিল জব্দ ।।

ত্রিপুরায় ১৩ হাজার বোতল ফেনসিডিল জব্দ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যে ফের জব্দ করা হয়েছে নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল। আজ দুপুরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সিপাহীজলা জেলার গকুল নগরের ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের জওয়ান এবং পশ্চিম জেলার অন্তর্গত বোধজংনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক আটক করে।

বোধজংনগর গ্রোথ সেন্টার এলাকা থেকে ট্রাকটি প্রথমে থানায় নিয়ে যায় যৌথ বাহিনী। এ সময় এতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩ হাজার ৩০০ বোতল ফেনসিডিল সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৪ লাখ রুপি বলে সংবাদমাধ্যমকে জানান বোধজংনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাত শিল।

বাংলাদেশে পাচারের উদ্দেশে ফেনসিডিলগুলো গুঁড়োদুধের প্যাকেটের পেছনে লুকিয়ে রাজ্যের বাইরে থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়েছিল বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন