
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে ভূমি ধস ও টানা বর্ষণে আটজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সাতজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। দেশটির চংগিং পৌরসভা এবং হেনান,হুবেই,সিচুয়ান,গুইঝু,ইউনান ও শানজি প্রদেশ থেকে প্রায় ৬ হাজার ৭শ’ লোককে গতকাল সকালে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারি বর্ষণে প্রায় পাঁচশ’ বাড়ি ধসে পড়েছে এবং ২ হাজার ৭শ’র ও বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।