News71.com
 International
 12 Sep 17, 04:30 AM
 172           
 0
 12 Sep 17, 04:30 AM

ভারতের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে প্রস্তুত রয়েছি, জানালেন রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে প্রস্তুত রয়েছি, জানালেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্কঃ রাহুল গান্ধী বলেছেন,তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে তৈরি। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন,আমাদের সাংগঠনিক দল আছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা এমন একটি সিদ্ধান্ত সেটা কংগ্রেসই নেবে।

আমেরিকায় আজ মঙ্গলবার থেকে রাহুল গান্ধীর দুই সপ্তাহের সফর শুরু হয়েছে। আজ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সেখানে ২০১৯ সালে ভারতের জাতীয় নির্বাচনের প্রসঙ্গও আসে। ওই সময় সঞ্চালকের নানা প্রশ্নের জবাব দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন