News71.com
 International
 12 Sep 17, 10:22 AM
 155           
 0
 12 Sep 17, 10:22 AM

আইএস জঙ্গিদের হাতে ১১ হাজার ব্ল্যাংক পাসপোর্ট।। তারা সহজেই ঢুকতে পারে ইউরোপে

আইএস জঙ্গিদের হাতে ১১ হাজার ব্ল্যাংক পাসপোর্ট।। তারা সহজেই ঢুকতে পারে ইউরোপে

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইএস জঙ্গিদের কাছে ১১ হাজার ব্ল্যাংক সিরিয়ার পাসপোর্ট রয়েছে। অর্থাৎ সেই পাসপোর্ট কোনও তথ্যই ভরা নেই ফলে তা ব্যবহার করে ইউরোপসহ বিশ্বের যে কোনও দেশে ঢুকে পড়তে পারে জঙ্গিরা। তদন্তকারী অফিসারদের কাছে এই পাসপোর্টগুলির তালিকাও রয়েছে বলে জানা গেছে।

এছাড়া জার্মান সরকারের কাছেও এমন ১৮ হাজার সিরিয়ার পাসপোর্টের গোপন খবর রয়েছে৷ এইগুলি আইএস জঙ্গিরা সিরিয়া সরকারের ওয়েবসাইট থেকে হাতিয়েছিল। সিরিয়া থেকে বিপুল সংখ্যায় মানুষ উদ্বাস্তু হয়ে সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে,এই অবস্থার সুযোগ নিয়েই পাসপোর্টগুলিকে ব্যবহার করে অন্য দেশে জঙ্গি ঢোকানোর চেষ্টা করবে আইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন