News71.com
 International
 20 Apr 16, 01:02 AM
 652           
 0
 20 Apr 16, 01:02 AM

বাল্যবিবাহ করতে যাওয়া বর ও কাজীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।।

বাল্যবিবাহ করতে যাওয়া বর ও কাজীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।।

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন করায় বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত সাড়ে ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল হক প্রধান বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বরকে ১৫ দিন বিনাশ্রম ও কাজীকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আকালুরের ছেলে ইসলাম (২৪) এর সঙ্গে ভেলাজান চিলারং ইউনিয়নের এক কন্যাশিশুর বিয়ে দেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বর ও কাজী আব্দুল কাদেরকে (৫২)  আটক করে। কাজী ঠাকুরগাঁও পাহাড় ভাঙ্গা বাশগাঁড়া দাখিল মাদরাসার শিক্ষক ।

সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল হক বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজে একটি ভাইরাসের মতো। এটাকে নির্মূল করা গেলে মাতৃ মৃত্যুর হার অনেক কমানো যাবে। আর যে সকল কাজী বাল্যবিবাহ দেয় তাদের কঠোর শাস্তি হওয়া উচিত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন