আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে , গত এপ্রিল থেকে এ পর্যন্ত নাইজেরিয়া এবং ক্যামেরুনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় প্রায় ৪শ জন নিহত হয়েছে। নিহতের এ সংখ্যা এর আগের ৫ মাসের তুলনায় দ্বিগুণ বলে জানিয়েছে সংস্থাটি । সংস্থাটি আরও জানিয়েছে, এ নির্মম হত্যাযজ্ঞে অনেক সময় তরুণী এবং বালিকাদের আত্মঘাতী হামলাকারী হিসাবে ব্যবহার করা হয়েছে। এরা কখনো জনাকীর্ণ স্থানে বোমা বহন করে নিজেদের উড়িয়ে দিয়ে সাধারণ মানুষদের হত্যা করতো। এসব কাজে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে জোর করেই ব্যবহার করা হতো। বিভিন্ন স্থান থেকে অনেক সময় যে মেয়েদের অপহরণ করা হতো তাদেরও এ কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। নাইজেরিয়া এবং ক্যামেরুনে এভাবে ৩৮১ জনকে হত্যা করা হয়েছে ।
জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হলেও তারা এ কাজে দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তাদের হাতে ২০ হাজার মানুষ নিহত হয়েছে। বোকো হারামের এই নৃশংসতায় অতিষ্ঠ হয়ে দেশ দুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের দেশের বেসামরিক নাগরিকদের রক্ষায় আহবান জানিয়েছে । অ্যামনেস্টি জানিয়েছে, ২৩০ জন মারা গেছে নাইজেরিয়ায় এবং বাকিরা অন্যান্য স্থানে মারা গেছে। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই জঙ্গি সংগঠনটির আত্মঘাতী হামলার সংখ্যা বিগত সময়ের চেয়ে অনেক বেড়ে গেছে। তারা প্রতি সপ্তাহে ৩০টিরও বেশি আত্মঘাতী হামলা চালায়। সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটে ক্যামেরুনের ওয়াজা শহরে। এখানকার একটি জনাকীর্ণ ভিডিও গেম সেন্টারে সেসময়ে হামলা চালানো হয়। একটি তরুণীকে এই আত্মঘাতী হামলাটি চালাতে বাধ্য করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে ।