আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার একটি উচ্চ বিদ্যালয়ের ডরমিটরিতে সপ্তাহশেষে অগ্নিসন্ত্রাসের ঘটনায় নয় স্কুল ছাত্রী নিহত হয়েছে। কেনিয়ার শিক্ষামন্ত্রী আজ সোমবার একথা জানান। ফ্রেড মতিয়াংগি বলেন ইচ্ছেকৃতভাবে অগ্নিসন্ত্রাসের ঘটনাটি ঘটানো হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। নাইরোবি সরকারি মই বালিকা উচ্চ বিদ্যালয়ের ডরমেটরিতে গত শনিবার দুপুরে এই সন্ত্রাসী কর্মকান্ড চালানো। এতে সাতজন নিহত ও দশজন আহত হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়জনে।