
আন্তর্জাতিক ডেস্কঃ ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা দফতরের দায়িত্ব মোদী তুলে দিলেন দুই মহিলার হাতে। বিদেশ মন্ত্রক সামলাচ্ছেন সুষমা স্বরাজ। এদিন মোদী মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আনেন। দেশকে দিলেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি নির্মলা সীতারমণ। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী প্রতিরক্ষা দফতর সামলেছিলেন। সেটা ছিল অতিরিক্ত দায়িত্ব। কিন্তু এবার মোদী স্বাধীনভাবে নির্মলা সীতারমণের হাতে তুলে দিলেন প্রতিরক্ষা বিভাগ।
১৯৮০ এবং ১৯৮২ সালে ইন্দিরা গাঁধী প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব সামলেছিলেন। সেদিক থেকে বিচার করলে, নির্মলা সীতারমণকে স্বাধীন ভাবে প্রতিরক্ষা দফতরের দায়িত্ব তুলে দিয়েছেন মোদী। উমা ভারতী এবার থেকে পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থার দায়িত্বে। ধর্মেন্দ্র প্রধান হলেন নতুন উন্নয়ন মন্ত্রী। একের পরে এক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল তাঁর জমানায়। তার দায় নিয়ে রেলমন্ত্রক ছাড়লেন সুরেশ প্রভু। দেশের নতুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সুরেশ প্রভু হলেন বাণিজ্য মন্ত্রী। আর মোদী ঘনিষ্ট হিসেবে পরিচিত স্মৃতি ইরানি পেলেন তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্ব ।