News71.com
 International
 03 Sep 17, 06:04 AM
 194           
 0
 03 Sep 17, 06:04 AM

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গীত উৎসবে বজ্রপাত, আহত ১৫ ।।

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গীত উৎসবে বজ্রপাত, আহত ১৫ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি সঙ্গীত উৎসবে বজ্রপাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, আহতদের মধ্যে শিশুও রয়েছে। বৃষ্টির মধ্যে তারা ওই সঙ্গীত উৎসবে এসেছিল । এ ব্যাপারে আজেরেলিস শহরের আঞ্চলিক কাউন্সিলর জানিয়েছেন, শহরের বেশ কয়েক জায়গায় গতকাল শনিবার বজ্রপাত হয়। তবে ‘ভিয়াক্স ক্যানাল ফেন্টিভেলে’ আহতের ঘটনাটি ঘটে।

আঞ্চলিক কাউন্সিলর আরও বলেন, ‘বজ্রপাত সরাসরি দর্শকদের ওপর পড়ে এবং তাদের শরীরে আগুন ধরে যায় । ’এদের মধ্যে, ৬০ বছরের এক নারী ও ৪৪ বছরের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এরপর সব ধরনের উৎসব বাতিল করা হয়। এখানে ফ্রান্সের বেশ কয়েকটি জনপ্রিয় দলের গান পরিবেশনের কথা ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন