
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের অবসান ঘটিয়ে শাসনব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে একটি বিশেষ ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি এই পরিষদকে ‘সর্বকালের সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলেন, খুব শিগগির এর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই পরিষদ গঠন মূলত যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবাল এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।