News71.com
 International
 20 Apr 16, 11:31 AM
 574           
 0
 20 Apr 16, 11:31 AM

পুলিৎজার পুরস্কার পেল এপি ও ওয়াশিংটন পোস্ট ।।

পুলিৎজার পুরস্কার পেল এপি ও ওয়াশিংটন পোস্ট ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের জন্য পুলিৎজার পুরষ্কার পেয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এবারের পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে এপি ৫২ বারের মতো যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার মর্যাদাকর পুরস্কারটি পেল। এছাড়া মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টও এই পুরস্কার পেয়েছে ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে নিয়োজিত শ্রমদাসদের নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এপিকে পুরস্কার দেওয়া হয়েছে। আর ওয়াশিংটন পোস্টকে দেওয়া হয়েছে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের তথ্যভান্ডার তৈরির জন্য। গত সোমবার শততম পুলিত্জার পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। সাংবাদিকতায় ১৪টি, বইয়ের ক্ষেত্রে পাঁচটি ও নাটকের ক্ষেত্রে একটি পুরস্কার দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা জগতের পথিকৃত্ প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। অন্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নিউইয়র্ক টাইমসের চার আলোকচিত্র সাংবাদিক মরিসিও লিমা, সের্গেই পোনোমারেভ, টাইলার হিকস এবং ডানিয়েল ইটার ইউরোপের শরণার্থীদের নিয়ে তোলা ছবির জন্য পুরস্কার পান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন