News71.com
 International
 03 Sep 17, 11:55 AM
 176           
 0
 03 Sep 17, 11:55 AM

নির্বাচনের ফল বাতিল করায় বিচার বিভাগের উপর ক্ষুব্ধ কেনিয়ার প্রেসিডেন্ট।।

নির্বাচনের ফল বাতিল করায় বিচার বিভাগের উপর ক্ষুব্ধ কেনিয়ার প্রেসিডেন্ট।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করে দেওয়ায় বিচার বিভাগের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা । বিচার ব্যবস্থায় সমস্যা আছে এবং তা ঠিক করতে হবে জানিয়ে টিভি তে এক বক্তব্যে কেনিয়াত্তা বলেন, তিনি পুননির্বাচিত হলে এ সমস্যা সমাধান করবেন । কেনিয়ায় গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের কথা জানিয়ে সুপ্রিম কোর্ট ভোটের ফল বাতিল করেছে ৬০ দিনের মধ্যে আবার নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দেওয়ার পর প্রেসিডেন্ট কেনিয়াত্তা ওই কথা বললেন ।

গত শুক্রবার এক সমাবেশে তিনি সুপ্রিম কোর্টের বিচারকদেরকে ‘অপরাধী’ বলেও ধিক্কার দেন। তবে তিনি আদালতের রায়কে সম্মান জানাবেন বলেও জানিয়েছেন এবং অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় সবাইকে শান্ত থাকতে বলেছেন। কেনিয়াই আফ্রিকার প্রথম দেশ যেখানে আদালত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করেছে। দেশটিতে গত মাসের নির্বাচনে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার জয় ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু বিরোধীরা কমিশনের আইটি সিস্টেম হ্যাক হওয়ার অভিযোগ তোলে। নির্বাচন ঘিরে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৮ জনের মৃত্যু হয় ।

এখন আদালত ভোটের ফল বাতিল করায় কেনিয়াত্তা এবং প্রবীণ বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার মধ্যে আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রস্তুত হয়েছে । আদালতের প্রধান বিচারপতি ডাভিড মারাগা বলেছেন, “গত ৮ই অগাস্টের নির্বাচন সংবিধানসম্মতভাবে করা হয়নি ফলে এটি বাতিল ঘোষণা করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন