
L
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বঘোষিত ঈশ্বর গুরমিত রাম রহিমের ডেরা ছাড়ছেন শিষ্যরা। প্রতিদিনই বিতর্কিত এ ধর্মগুরুর নানা কুকীর্তি ফাঁস হচ্ছে,আর প্রতিদিনই খালি হচ্ছে ডেরা। রাজপাট ছেড়ে গুরমিত এখন কারাগারে। অনেকে পূণ্যের আশায় ঘরে ঘরে তার ছবি লাগিয়ে রেখেছিলেন। সেগুলোর স্থান হয়েছে নর্দমায়। গুরমিত রাম রহিমের জন্ম রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার গুরুসার মুণ্ডিয়া গ্রামে। সেখানেও তার প্রভাব পড়েছে। ১৯৬৭ সালের ১৫ আগস্ট এখানেই জন্মেছিলেন রাম রহিম। ভগবানের মতো সেই গ্রামের প্রতিটি মানুষ বিশ্বাস-ভক্তি করতেন তাকে। আদালতের রায়ের পর পাল্টে গিয়েছে ছবিটা