News71.com
 International
 03 Sep 17, 09:50 AM
 191           
 0
 03 Sep 17, 09:50 AM

রোহিঙ্গা শরনার্থীদের সহায়তা দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান ।।

রোহিঙ্গা শরনার্থীদের সহায়তা দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মায়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইনে রোহিঙ্গা নিধনকে গণহত্যা বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও বলেছেন, যেসব দেশ গণতন্ত্রের দুয়া তুলে এ গণহত্যা দেখেও দেখছে না তারাও মায়ানমারের এ গণহত্যায় ইন্ধন দিচ্ছে। তারাও সমান দোষে দোষী । গতকাল ঈদুল আজহা উপলক্ষ্যে তুরস্কের ইস্তানবুলে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান আরও বেশি রোহিঙ্গাদের প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান।তিনি এ বিষয়ে চলতি বছরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। রোহিঙ্গাদের তুরস্কও সহায়তা দেবে বলে অঙ্গীকার করেছেন এরদোয়ান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন