
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার মরুভূমিতে আটকা পড়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ১৭ টি বাসের এক বিশাল গাড়িবহর। গাড়িবহরটি হিজবুল্লাহ গেরিলা এবং সিরিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতার আওতায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছিল। তবে মার্কিন ও ইরাকি বাহিনী তা আটকে দিয়েছে। ওই বহরে আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন। ৩শ’ যোদ্ধা আর ৩শ’ বেসামরিক নাগরিকের ওই গাড়িবহরটিকে ইরাক সীমান্তের আইএস নিয়ন্ত্রিত এলাকার দিকে অগ্রসর হতে দেবে না বলে জানিয়েছে কোয়ালিশন বাহিনী।
শত শত আইএস যোদ্ধা সম্প্রতি লেবাননের সঙ্গে সিরিয়া সীমান্তে একটি এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। লেবাননের হিজবুল্লাহ গেরিলা এবং সিরিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতা করে তারা পরিবারের সদ্যেদের নিয়ে পূর্বদিকে সরে যাওয়ারও পথ খুঁজছে। কিন্তু যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশন বলেছে,তারা এবং ইরাক এই সমঝোতা চুক্তির মধ্যে নেই। তারা গত বুধবার আইএস এর ওই গাড়িবহরের কাছে বোমা হামলাও চালিয়েছে। বাসগুলো এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণাধীন শহর হুমায়মা ও আল-সুখনার মধ্যবর্তী স্থানের মরু এলাকায় অবস্থান করছে।
কোয়ালিশন বাহিনী এক বিবৃতিতে বলেছে,তারা আইএস যোদ্ধাদেরকে আরও পূর্বে ইরাকি সীমান্তের দিকে যেতে দেবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে,সন্ত্রাসীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেওয়া,বা তাদের সঙ্গে কারও চুক্তি করাটা সমস্যার স্থায়ী কোনও সমাধান নয়। গাড়িবহরটিতে ৩শ’ আইএস যোদ্ধা আছে এবং তারা অভিজ্ঞ যোদ্ধা বলেই জানিয়েছে কোয়ালিশন বাহিনী। তবে যোদ্ধাদের পরিবারের নারী ও শিশুদের ওপর বোমা হামলা চালানোর কথা কোয়ালিশন বাহিনী অস্বীকার করেছে।