
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে চীনের বাড়াবাড়ি ঠেকাতে এবার আরও কড়া হচ্ছে আমেরিকা। পেন্টাগনের সিদ্ধান্ত,তারা আরও ঘন ঘন নিয়মিত নজরদারি চালাবে। ২-৩ মাসেই একবার করে নজরদারি চালিয়ে আসবে মার্কিন সেনা। চীনের দাবি করা বিতর্কিত অংশে ওই নজরদারি চালানো হবে বলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে,চীনের নৌসেনার বাড়বাড়ন্ত আটকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাক ওবামা প্রশাসন এই বিষয়ে খুব একটা কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু ট্রাম্পের আমলে আরও কড়া হচ্ছে মার্কিন সেনা।
তবে ঠিক কোথায়,কখন মার্কিন সেনা হাজির হবে সে ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। তবে মার্কিন পেসেফিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেক প্রত্যেক মাসে ‘ফ্রিডম অফ নেভিগেশন’ নামে অভিযান চালাবে তারা। এমনকি অদূর ভবিষ্যতে এই নজরদারি চালাতে মার্কিন মিলিটারি এয়ারক্রাফট ও মার্কিন যুদ্ধজাহাজও ব্যবহার করা হতে পারে। গত জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে এখনও পর্যন্ত মোট তিনবার এই অভিযান চালানো হয়েছে।
শেষবারের অভিযানে অংশ নিয়েছিল মার্কিন ডেসট্রয়ার ইউএসএস জন এস ম্যাককেন,যেটি পরে সিঙ্গাপুরে দুর্ঘটনার শিকার হয় ও ১০ জন মার্কিন নৌসেনা প্রাণ হারান। কখনও কৃত্রিম যুদ্ধ বিমান ঘাঁটি বানিয়ে,কখনও বা সেনা মহড়া চালিয়ে সেই এলাকা নিজেদের দখলে রাখতে চায় চীনারা। কারণ একটাই ওই অঞ্চলে সমুদ্রের তলায় থাকা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভারকে নিজেদের হস্তগত করা।