
আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইনে রোহিঙ্গাদের ওপর 'গণহত্যা' চলছে এবং এর জন্য মিয়ানমার সরকারকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এই জাতিগত বিদ্বেষ থেকে রেহাই পেতে দেশটির হাজারো সংখ্যালঘু মুসলমান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ইস্তাম্বুলে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ভোজনে দেওয়া বক্তব্যে তিনি বলেন,ওখানে গণহত্যা চলছে। যারা গণতন্ত্রের আড়ালে থেকে নিজেদের চোখ বন্ধ করে রেখেছেন,তারাই এর সহযোগী। প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের উত্তর-পশ্চিমে এখন পর্যন্ত ৪০০ জনকে হত্যা করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী বলছে, রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করার পরই অভিযান শুরু করে তারা।
মিয়ানমার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়,৯০টির মতো সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের দল নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালায়। সেনাবাহিনী সেই হামলার জবাব দিচ্ছে। এই অভিযানকে বিদ্রোহীদের বিরুদ্ধে 'ক্লিয়ারেন্স অপারেশন্স' বলা হচ্ছে। এরদোয়ান বলেছেন,তিনি নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের আগামী সাধারণ অধিবেশনে এ বিষয়টি উত্থাপন করবেন। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কথাও বলেছেন,যোগ করেন তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য 'দুয়ার খুলে দেওয়ার'আহ্বান জানিয়েছে বাংলাদেশকে। রোহিঙ্গাদের এই চাপ সামলাতে প্রয়োজনে খরচ বহনেও এগিয়ে আসবে তুরস্ক। এর আগে এক প্রতিবেদনে বলা হয়,মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতন বন্ধ করতে এবং সামরিক অভিযান থেকে সরে আসতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ।