News71.com
 International
 02 Sep 17, 08:28 AM
 182           
 0
 02 Sep 17, 08:28 AM

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রবিবার চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রবিবার চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী রবিবার চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরের আগে ডোকালাম নিয়ে কোনও বিতর্ক হোক চাইছেন না প্রধানমন্ত্রী । আর সেজন্যে এই ‘সংবেদনশীল’ ইস্যুতে বিবৃতি পেশ করার বিষয়ে মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দিয়েছে মোদি বলেছেন,ডোকালাম নিয়ে ভারতের সাফল্য উল্লেখ করতে গিয়ে চীনা সেনার প্রত্যাহার করার বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরা জরুরি ।

আর তা করতে গিয়ে কেউ যেন আগ বাড়িয়ে কিছু মন্তব্য না করে বসেন সেজন্যে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মোদির মতে,ভারত বিষয়টিকে ভালভাবেই মোকাবিলা করেছে। কিন্তু,যেহেতু এই বিষয়টি ‘সংবেদনশীল’ তাই আলতাবড়া মন্তব্য করা ঠিক নয় বলেই জানিয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান,বিদেশমন্ত্রক একবার বিবৃতি পেশ করেছে। বারবার মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত,গত ৮০ দিনেরও বেশি সময় ধরে যুদ্ধের পজিশনে ছিল ভারত এবং চীনের সেনবাহিনী । কিন্তু ভারতের কুটনৈতিক চালের কাছে নতি স্বীকার করেছে চীন। সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেনা। বরফ গলতেই ব্রিকস বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে যাতে কোনও অপ্রস্তুত অবস্থায় না পড়তে হয় সেজন্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন