
আন্তর্জাতিক ডেস্কঃবিশ্বের দুই বৃহৎ সেনাবাহিনীর অধিকারী এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। সম্প্রতি সিকিমের ডোকালাম ইস্যুতে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায় তারা। ছড়িয়ে পড়ে যুদ্ধের উত্তেজনাও। আর এই উত্তেজনার মাঝে পড়ে যায় আরেক প্রতিবেশী দেশ ভুটান। ভুটানের দোরগোড়ায় অবস্থান নেয় চীন ও ভারতের সৈন্যরা।তবে এমন উদ্বেগজন পরিস্থিতিতে নীরবতা বজায় রাখেন ভুটানের কর্মকর্তারা। কঠোরভাবে বিরত ছিলেন কোনো মন্তব্য করা থেকেও। এমনকি দেশটির গণমাধ্যম শুরু থেকেই চীন-ভারতের টানাপড়েনের খবর পরিবেশন করা থেকে বিরত থাকে।অবশেষ প্রায় দু’মাসেরও বেশি সময় পর সোমবার ডোকলাম থেকে উভয় দেশই নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার করতে শুরু করে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ৮ লাখেরও কম জনগণের দেশ ভুটান।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, এক্ষেত্রে দেশটির ধৈর্য ও পরিমিত আচরণই দুই পরমাণু অস্ত্রধর পরাশক্তির মাঝের সম্পর্কের টানাপোড়েন নিরসনে সাহায্য করেছে। স্থলবেষ্টিত ভুটানের উত্তরে চীন নিয়ন্ত্রিত তিব্বত মালভূমি ও অন্য তিনদিকে ভারত। বহু বছর ধরে দেশটি চীন ও তার সবচেয়ে বড় মিত্র ভারতের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। তবে চীনের চেয়ে ভারতের সঙ্গে তাদের লেনদেনই বেশি। একদিকে ভারত ভুটানের সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। অন্যদিকে তারাই ভুটানের জলবিদ্যুৎ ক্রয় করছে। এছাড়া দেশটির বিকাশে প্রতি বছর ৫৭৮ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিচ্ছে ভারত। ভুটানের রাজধানী থিম্পুতে ভারতের এ প্রভাব সর্বত্রই দেখা যায়। থিম্পুর রাস্তায় শরীরচর্চা করা সেনা কর্মকর্তা থেকে শুরু করে পাহাড়ি এলাকায় ভারতীয় প্রকল্পগুলোতে নিযুক্ত সাধারণ শ্রমিক পর্যন্ত সবার মধ্যেই ভারতের প্রভাব স্পষ্ট।
ভুটানের সাংবাদিক সমিতির নির্বাহী পরিচালক নিদ্রুপ জাংপো বলেন, ভারত যদি কাল সীমান্ত বন্ধ করে দেয় তবে কয়েকদিনের মধ্যেই আমাদের চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ শেষ হয়ে যাবে। আমরা এমনটাই ঝুঁকিতে। অনেক ভুটানিরই এ নিয়ে আপত্তি রয়েছে। অপরূপা পর্বতময় পথ, বৌদ্ধদের প্রার্থনার পতাকা ও প্রাচীন মন্দিরের দেশটি কিছুদিন আগ পর্যন্ত ছিল রাজতান্ত্রিক। গত শতাব্দীর বেশিরভাগ সময়ই ভুটানের গ্রামগুলো বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। টেলিভিশন চালু হয়েছে সবে ১৯৯৯ সালে। প্রতি বছর এই অঞ্চলের বাইরের মাত্র ৬০ হাজার পর্যটক দেশটিতে আসেন। বিদেশি পর্যটক নিরুৎসাহিত করতে পর্যটক মৌসুমে প্রতিদিন একজন পর্যটকের ওপর ২৫০ ডলারের মতো ভিসা ফি নির্ধারণ করা হয়। দেশটির জনপ্রিয় ও প্রগতিশীল চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে যাচ্ছেন। ভারতের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের সম্পর্ক। ভারত দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ১৯৪৯ সালের এক চুক্তির মাধ্যমে ভারত ভুটানের বিদেশনীতির পথপ্রদর্শকের স্থান দখল করে। তবে ১৯৫৮ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সফরের মাধ্যমে তাদের সম্পর্ক মজবুত হয়। ২০০৭ সালে পুরনো চুক্তির ধারা শিথিল করা হয়।চীনের সঙ্গে ভুটানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ডোকালাম নিয়ে চীন ও ভারতের বিরোধে সেও জড়িয়ে পড়ে। ভুটান চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে সন্দেহ করে ২০১৩ সালে ভারত ভুটানের গৃহস্থালি গ্যাসের ওপর ভর্তুকি বাতিল করেছিল। চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভুটানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে থাকে ভারত। ভারতের সহযোগীতাও গত ১০ বছরে ভুটানে ব্যাপক আধুনিকায়ন হয়েছে। অনেক তরুণ ও শিক্ষিত অধিবাসীরা মোবাইল ফোনে ও সোশ্যাল মিডিয়ায় চীন ও ভারতের বিরোধের খবর দেখেছে।