News71.com
 International
 30 Aug 17, 09:44 AM
 178           
 0
 30 Aug 17, 09:44 AM

আফগানিস্তানে সাংসদের বাড়িতে জঙ্গি হামলা, নিহত ৪

আফগানিস্তানে সাংসদের বাড়িতে জঙ্গি হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগরহারের জালালাবাদ শহরের এক আফগান রাজনীতিবিদের বাড়িতে বুধবার সশস্ত্র জঙ্গি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। খবর সিনহুয়া’র।সশস্ত্র জঙ্গিরা সকালে আফগানিস্তানের সংসদ সদস্য জাহির কাদেরের বাড়িতে একটি বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে।

এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া আরও জানায়, হামলাকারীরা দুই নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। তার আগে এক জঙ্গি ভবনটির কাছে তার জ্যাকেট বিস্ফোরণ ঘটায়। এই প্রদেশে তালিবান ও আইএস জঙ্গিদের উপস্থিতি রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন