
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ কি গৃহবন্দি! দু’সপ্তাহের মতো তিনি বাসা থেকে বের হন না। এতে কানকথা ছড়িয়ে পড়েছে যে, তার বিদ্রোহী মিত্ররা তাকে কার্যত গৃহবন্দি করে রেখেছে। এমন আলোচনা এখন ইয়েমেনের সর্বত্র। সম্প্রতি রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সঙ্গে সালেহর অনুগতদের সংঘর্ষে নিহত জন তার অনুগতদের মারাত্মক সংঘর্ষ হয়। এতে সালেহ’র একজন সহযোগী কর্নেল খালেদ আল রোদাই নিহত হয়েছেন। অন্যদিকে বিদ্রোহীদের তিন সদস্য নিহত হয়েছেন। নিহত আল রোদাইয়ের দাফন অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন সালেহ। এ জন্য তিনি হুতিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তারা তাকে বাড়ি থেকে বের হতে অনুমতি দেয় নি। এর ফলে কানকথা ছড়িয়ে পড়েছে তাকে গৃহবন্দি করে রেখেছে হুতিরা। হুতিরা মনে করে, সৌদি আরব নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতির প্রথম সারির কিছু নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সালেহ। এ বিশ্বাস থেকেই তার সঙ্গে হুতিদের দ্বন্দ্বের সূচনা। বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে।
ইয়েমেনে বিদ্রোহীরা হুতি নামে পরিচিত। তাদেরকে সমর্থন দিচ্ছে ইরান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি আরবের জোটের বিরুদ্ধে সেখানে যুদ্ধে লিপ্ত সালেহ’ পন্থি বিদ্রোহী গ্রুপ হুতি। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে কমপক্ষে ১০ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। গৃহহারা হয়েছেন ৩০ লাখেরও বেশি। এই গৃহযুদ্ধ ইয়েমেনকে নিয়ে গেছে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। দেখাদিয়েছে কলেরার মহামারী। এতে কমপক্ষে দুই হাজার মানুষ মারা গেছে। এমন অবস্থায় সেখানে বিদ্রোহীদের জোটের মধ্যে বিভক্তি শান্তি প্রক্রিয়াকে আরো জটিল অবস্থায় নিয়ে যাবে। হুতিদের সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহভাজন অস্ত্রধারীরা গতকাল মঙ্গলবার প্রহার করেছে সাবেক প্রেসিডেন্ট সালেহ’র আইনজীবী ও ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আল মাসারিকে। তিনি বিদ্রোহীদের তুখোর সমালোচক। সালেহ ও হুতি বিদ্রোহীদের মধ্যে সব সময়ই একটি অকার্যকর জোট হয়েছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় হুতিদের বিরুদ্ধে বার বার লড়াই করেছেন সালেহ।
কিন্তু আরব বসন্তের জেরে ২০১১ সালে ক্ষমতা হারানোর পর তিনি হুতিদের সমর্থকে পরিণত হয়েছেন। সালেহর প্রতি অনুগত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এমন সব সদস্যরা হুতিদের সহায়তা দিতে মূল ভূমিকা পালন করে। তাদেরকে সহায়তা দেয়া হয় যেন তারা দেশের উত্তরাঞ্চল থেকে ছড়িয়ে পড়তে পারে এবং রাজধানী সানা তাদের দখলে নিতে পারে। এরপর তারা দেশের বিরাট অংশ তাদের দখলে নিয়েছে। গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট সালেহ ও তার অনুগতদের কড়া সমালোচনা করেন বিদ্রোহী নেতা আবদুল মালিক আল হুতি। তিনি বলেন, যখন ভাল বিশ্বাসের ওপর ভিত্তি করে শত্রুদের বিরুদ্ধে লড়াই চলছে তখন বিদ্রোহীদের পিছন দিক থেকে যেন ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি সালেহ বা তার সহযোগীদের নাম উল্লেখ করেন নি।