News71.com
 International
 30 Aug 17, 09:46 AM
 174           
 0
 30 Aug 17, 09:46 AM

সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দিলেল উত্তর কোরিয় নেতা কিম

সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দিলেল উত্তর কোরিয় নেতা কিম

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক প্রেসিডেন্ট কিম জং উন৷ বরং উত্তেজনার মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে তার ঘোষণা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও বেশি করে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবে উত্তর কোরিয়া৷ ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশের কাছ থেকে হুঁশিয়ারি পাওয়ার পরেও এখনই কমছে না কিমের সাহস৷ বরং আমেরিকাসহ তার সহযোগী দেশগুলির সঙ্গে সরাসরি সংঘাতের পথই যে কিমের বেশি পছন্দের তাই মনে করা হচ্ছে৷ গতকাল মঙ্গলবার জাপানের উপর দিয়ে অতর্কিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার মিলিটারি সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ৫.৫৭ নাগাদ জাপানের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল কিমের দেশ৷ যা জাপান অতিক্রম করে চলে গেলেও সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল৷ দক্ষিণ কোরিয়ার সেনা ব়্যাডার J-Alert warning system ধরা পড়েছে উত্তর কোরিয়ার মিসাইলটি৷ জাপানের সময় সকাল ৬.০৬ টা নাগাদ এটি জাপান অতিক্রম করে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর৷

পুরো বছর ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গেছেন দক্ষিণ কোরিয়ার একনায়ক কিম জং উন৷ জাতিসংঘ, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশের বিরোধিতা সত্ত্বেও কোন গ্রাহ্য করেনি তারা৷ এমনকি আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন এলাকা গুয়ামে পারমাণবিক হামলার হুমকি দিতে শোনা গেছে কিমের মুখে৷ এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ছিল, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম আমেরিকা৷
দু’দেশের মধ্যে এই উত্তেজক বাক্য বিনিময়কে খাটো করে দেখতে নারাজ আন্তর্জাতিক মহল৷ তাদের মতে যেভাবে সবাইকে অমান্য করে উত্তর কোরিয়া সাহস দেখাচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বলেও মনে করা হচ্ছে৷ উত্তেজনার পারদ চড়ছে সব দেশের মধ্যে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন