
আন্তর্জাতিক ডেস্কঃ আফগান রাজধানী কাবুলের ব্যস্ততম একটি সড়কে এবং চূড়ান্ত নিরাপত্তা বলয়ে রক্ষিত মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫-এ উপনীত হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যাংক আর বিপনী কেন্দ্রে ভরা সড়কের পাশে বিস্ফোরণটি ঘটে। তখন একজন নিহতের খবর পাওয়া গিয়েছিল। প্রথমে বোমা না অন্য কিছুর বিস্ফোরণ তা নিশ্চিত করা না গেলেও পরে এটকে আত্মঘাতি হামলা বলে উল্লেখ করা হয়। আহত হয়েছে আরো ৯ জন।
কাবুল পুলিশের প্রধান বাসির মুজাহিদ জানান,প্রাইভেট ব্যাংক 'কাবুল ব্যাংক'কে টার্গেট করেই এই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। ব্যাংক থেকে মার্কিন দূতাবাসের দূরত্ব ৫০০ মিটারের মতো। যেখানে বিস্ফোরিত হয়,তার আশপাশে ক্ষতিগ্রস্ত জিনিসের টুকরা পড়ে ছিল। কাবুল ব্যাংকের সামনের অংশ পুরোপুরি ধসে পড়েছে। লাগোয়া অনেকগুলো ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। একটি বিধ্বস্ত মোটরসাইকেলের অংশ এখানে সেখানে পড়ে ছিল।
যুদ্ধ আর হানাহানি জর্জরিত আফগানিস্তানে এটি সর্বশেষ হিংসাত্মক ঘটনা যা ঘটলো দেশটিতে মার্কিন সেনাদের অবস্থান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের এক সপ্তাহ পর। ট্রাম্প আফগানিস্তানে অনির্দিষ্টকাল মার্কিন বাহিনীর অবস্থানের ঘোষণা দেন। গত মে মাসে কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ ট্রাক বোমা হামলায় দেড় শ ব্যক্তি নিহত ছাড়াও আহত হয় প্রায় চার শ,যাদের অধিকাংশ ছিল বেসামরিক ব্যক্তি।