আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দেইর আয-জোরে সর্বশেষ শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তাদের এ অবস্থান সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,সম্প্রতি সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে রাকা প্রদেশে ৮০০ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়,ইউফ্রেটিস নদীর উপত্যকায় তৎপর ছিল এসব সন্ত্রাসী এবং তারা ছিল দায়েশের সবচেয়ে সক্ষম গ্রুপের সদস্য। এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে।
সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানের পর দায়েশ সন্ত্রাসীরা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে এবং দেইর আয-জোর এলাকায় দুর্ভেদ্য প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলতে চাইছে। তারা ওই এলাকাকে তাদের সর্বশেষ শক্ত অবস্থান হিসেবে বিবেচনা করছে। মস্কো জানিয়েছে,রুশ বাহিনীর বিমান হামলায় সন্ত্রাসীদের বহু ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে এবং কয়েকটি অবস্থান গুঁড়িয়ে দেয়া হয়েছে।