নিউজ ডেস্কঃ শ্রীলংকার উত্তরাঞ্চলে নৌকা ডুবে পাঁচ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে ও একজন নিখোঁজ রয়েছে। আজ সোমবার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছে। শিক্ষার্থীরা জাফনা দ্বীপের চারপাশে নৌ ভ্রমণ করার সময় তাদের নৌকাটি ডুবে যায়,নিহতদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। তারা একজনের জন্মদিনের উপলক্ষে ওই ভ্রমণে বেরিয়েছিলেন।।