News71.com
 International
 28 Aug 17, 06:36 AM
 158           
 0
 28 Aug 17, 06:36 AM

আফগানিস্তানে ব্যর্থতার জন্য পাকিস্তান নয়, মার্কিনীরাই বাহিনী দায়ী ।। পাকিদের অভিযোগ  

আফগানিস্তানে ব্যর্থতার জন্য পাকিস্তান নয়, মার্কিনীরাই বাহিনী দায়ী ।। পাকিদের অভিযোগ   

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি মার্কিন সরকার জানিয়েছে পাকিস্তান তাদের ভূমিতে সন্ত্রাস পালন করে। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর শীর্ষপর্যায় থেকে জানিয়েছে এ অভিযোগ। এর পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পাকিস্তানের বিভিন্ন পর্যায়ে। পাকিস্তানের শীর্ষপর্যায়ের অনেক মন্ত্রীই মন্তব্য করেন,পাকিস্তানকে দায়ী না করে বরং মার্কিন বাহিনীকেই আফগানিস্তানে তাদের ব্যর্থতার জন্য দায়ী করা হোক। মার্কিন সামরিক বাহিনীর সূত্র অভিযোগ করা হয়,আফগান তালেবানের শীর্ষ নেতারা পাকিস্তানের কোয়েটা ও পেশোয়ারে থাকে। ট্রাম্প তার ঘোষণায় বলেছিলেন,আফগানিস্তানে মার্কিন বাহিনী যে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে,পাকিস্তান তার দেশের মাটিতে সেই সন্ত্রাসীদেরই যায়গা দিচ্ছে।

আফগানিস্তানে মার্কিন ও নেটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন বলেন, আফগান তালেবানদের নেতারা যে পাকিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছেন সেটি যুক্তরাষ্ট্রের জানা আছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তানের উচিত কোয়েটা ও পেশোয়ারের মতো শহরে তালেবান নেতাদের উপস্থিতির বিষয়টি মোকাবেলা করা। তিনি বলেন ওয়াশিংটন ও ইসলামাবাদ বিষয়টি নিয়ে একান্তে আলাপ করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল এ বিষয়ে বলেন,তালেবানরা তাদের কার্যক্রম আফগানিস্তানে পরিচালিত করছে। তবে এজন্য পাকিস্তানের ভেতর ও বাহিরের অঞ্চলকেও তারা ব্যবহার করছে।

পাকিস্তানি মন্ত্রী আরও বলেন,তালেবানদের পাকিস্তানে লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ তারা আফগানিস্তানের ৪০ শতাংশেরও বেশি এলাকা দখল করে রেখেছে। তাদের আফগানিস্তানে এত বিশাল এলাকা ও সম্পদ নিয়ন্ত্রণে থাকার অর্থ সেখানে তাদের লুকানোর স্থানও রয়েছে,পাকিস্তানে নয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির আরও মন্ত্রী ও সামরিক-বেসামরিক শীর্ষপর্যায়ের কর্মকর্তারা। তারা অভিযোগ অস্বীকারের পাশাপাশি পাকিস্তানের কোথায় তালেবানরা লুকিয়ে আছে বা কার্যক্রম পরিচালিত করছে তার তথ্য দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন