News71.com
 International
 28 Aug 17, 04:51 AM
 177           
 0
 28 Aug 17, 04:51 AM

বুরকিনায় প্রবল বর্ষণের ফলে স্বর্ণ খনিতে ভূমিধস, নিহত ৮।।

বুরকিনায় প্রবল বর্ষণের ফলে স্বর্ণ খনিতে ভূমিধস, নিহত ৮।।


আন্তর্জাতিক ডেস্কঃ বুরকিনা ফাসোর মধ্যাঞ্চলে স্বর্ণ খনিতে ভূমিধসে আটজন নিহত হয়েছেন। প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়। আজ স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। গোগোর মেয়র বার্নাড বৌদা বলেন,নাগ্রিতে এ দুর্ঘটনা ঘটে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিচার বিভাগের এক সূত্র বলছে,নিহতদের ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। সূত্র আরও জানায়,বিগত কয়েকদিন ধরে এ অঞ্চলে প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন