আন্তর্জাতিক ডেস্কঃ বুরকিনা ফাসোর মধ্যাঞ্চলে স্বর্ণ খনিতে ভূমিধসে আটজন নিহত হয়েছেন। প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়। আজ স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। গোগোর মেয়র বার্নাড বৌদা বলেন,নাগ্রিতে এ দুর্ঘটনা ঘটে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিচার বিভাগের এক সূত্র বলছে,নিহতদের ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। সূত্র আরও জানায়,বিগত কয়েকদিন ধরে এ অঞ্চলে প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়